দিরাইয়ে সরকারের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

সুনামগঞ্জ

দিরাই উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি আওতাভুক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছে দিরাই উপজেলা আওয়ামীলীগ। সোমবার (৩০অক্টোবর) বেলা ১১ঘটিকার দিকে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে, এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার সঞ্চালনায়, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. জয়া সেনগুপ্তা এমপি। স্বাগত বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ দৌলা তালুকদার, আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়কুমার বৈষ্ণব, অভিরাম তালুকদার, শিবলী আহমেদ বেগ, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, প্যানেল মেয়র লিটন রায়, তাহের সরদার, মিলন মিয়া, রেজুয়ান খান, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, লিটন চন্দ্র দাস, শৈলেন্দ্র কুমার তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা শাহজাহান মিয়া, এ বি এম মনসুর সুদ্বীপ, উপকারভোগী দরছ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *