দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সিলেটে অবস্থানরত দিরাই বাসীর বিভিন্ন শ্রেণিপেশার যুবক, বৃদ্ধ, নারীর সম্মিলিত দিরাই এসোসিয়েশন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিরাই এসোসিয়েশনর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী। এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের প্রয়োজনে, দেশের নিম্ন আয়ের মানুষের প্রয়োজনে শেখ হাসিনাকে দরকার।
শেখ হাসিনা এ দেশকে আমূল পরিবর্তন করে দেখিয়েছেন। যার সর্বশেষ নিদর্শন মেট্রোরেল। তিনি বলেন, দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ সড়ক। সুনামগঞ্জ থেকে নেত্রকোনা উড়াল সড়ক। এ দুটি প্রকল্প আমার স্বপ্নের মধ্যে ঘুরে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে মন্ত্রী বলেন, রানীগঞ্জ সেতু নিয়ে আমি এক্সাইটেড। ভাটি অঞ্চলের মানুষ দুই ঘন্টা কম সময়ে ঢাকা যেতে পারছে।
শুক্রবার বিকাল ৪টায় সিলেট সিটি সেন্টারের স্পাইসি কনফারেন্স হলে দিরাই এসোসিয়েশন সিলেটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
শেখ হাসিনা এ দেশকে আমূল পরিবর্তন করে দেখিয়েছেন। যার সর্বশেষ নিদর্শন মেট্রোরেল। তিনি বলেন, দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ সড়ক। সুনামগঞ্জ থেকে নেত্রকোনা উড়াল সড়ক। এ দুটি প্রকল্প আমার স্বপ্নের মধ্যে ঘুরে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে মন্ত্রী বলেন, রানীগঞ্জ সেতু নিয়ে আমি এক্সাইটেড। ভাটি অঞ্চলের মানুষ দুই ঘন্টা কম সময়ে ঢাকা যেতে পারছে।
সভাপতিত্ব করেন দিরাই এসোসিয়েশনর রাব্বি কামাল চৌধুরী, রিংকু তালুকদারের সঞ্চালনায়,
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বক্তব্য রাখেন, সংগঠনের আব্দুল মান্নান খান, অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, সলিল বরণ দাস, প্রফেসর ড. চন্দ্রানী নাগ, গুলজার আহমদ, রেজা রহমান, সুমন রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাখাওয়াত চৌধুরী ও গীতা পাঠ করেন প্রণয় চক্রবর্তী প্রমুখ।