দিরাই (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে কালী মন্দিরের নাটমন্দির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪আগস্ট) বেলা সাড়ে ১১টায় নীলকান্ত সাহা ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত নাটমন্দিরের উদ্বোধন করেন, শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, মন্দিরের সভাপতি বেনু ভূষন রায়, নীল কান্ত সাহা ফাউন্ডেশনের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, সারদা সঙ্গের সাধারণ সম্পাদক অনিন্দিতা চৌধুরী, বিপুল কুমার রায় চৌধুরী, অসীম চৌধুরী,নির্মল রায়, ধীমান চৌধুরী, শ্যামল দেব, ধনীর রায়, মৃদুল রায় চৌধুরী, অপু চৌধুরী, গোপাল চন্দ্র সাহা প্রমুখ।
এর আগে শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন ভক্তরা।