দিরাই প্রতিনিধি :
যুক্তরাজ্যে বসবাসরত দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামবাসীর সংগঠন ‘চন্ডিপুর এসোসিয়েশন ইউকের উদ্যোগে আগামী ১ অক্টোবর শনিবার ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে মো. হারুন মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাজী মুকুল চৌধুরী। মোশাহিদ আহমদ সরদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মো. মঞ্জু মিয়া, জাহাঙ্গীর আলম, মো. নুরুজ্জামান, রাহাত মিয়া রাহাত, মামুন সরদার, জুনেদ মিয়া, আশিকুর রহমান, এহসান উদ্দিন, জসিম উদ্দিন, শাহজাহান মিয়া, মো. জাকারিয়া, সুমন শহীদ, রাসেল আহমদ সরদার, উজ্জ্বল মিয়া, কানন মিয়া, ফয়সল মিয়া প্রমুখ।
আগামী ১অক্টোবর শনিবার দিরাই পৌরসভার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চন্ডিপুর গ্রামের চক্ষু রোগীদের জন্য চন্ডিপুর এসোসিয়েশন ইউকের অর্থায়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।