দিরাই ছাত্র কল্যাণ পরিষদ মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের ক্রেস্ট ও সনদ প্রদান

সুনামগঞ্জ

দিপংকর বনিক দিপু,দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই ছাত্র কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সোলেমান করিব ফুলুর মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ এর বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এ উপলক্ষে ২৭জানুয়ারি শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুর, দিরাই ছাত্র কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সোলেমান করিব ফুলু।
সান্জব আলী’র সভাপতিত্বে প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী ও সৈকত ভৌমিকের যৌত সঞ্চালনায় , অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিগত ১৪ বছর ধরে দিরাই ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে লন্ডন প্রবাসী পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সোলেমান করিব ফুলুর আর্থিক পৃষ্ঠপোষকতায় সুন্দর ও সুচারুভাবে মেধা বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়ে আসছে। এতে করে দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে মেধা যাচাইয়ে প্রতিযোগিতামূলক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সকল ক্লাসের পরীক্ষার্থীদের বাংলা-ইংরেজি-গণিত-বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ৭০০ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ৮০জন উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে ২০জনকে বৃত্তির ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় বাকি ৬০ জনকে সাধারণ সনদ দেওয়া হয় ।
দিরাই ছাত্র কল্যাণ পরিষদ পৃষ্ঠপোষক সোলেমান করিব ফুলু মেধা বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক সংগঠনের সাবেক সভাপতি মোশারফ, শাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ওয়াক্কাস খান, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *