দিরাই প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

দিরাই পেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২এপ্রিল) দিরাই গনমিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলটি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা সংগঠন, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত হয়।

দিরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম খেজুর । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিরাই পৌরমেয়র বিশ্বজিৎ রায়, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, ওসি কাজী মোক্তাদির হোসেন, সেগেন্ড ওসি মিন্টু চৌধুরী, এ এস আই আব্দুর ছাত্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি নেছারুল হক খোকন, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এলএসডি মফিজুর রহমান, তথ্য কর্মকর্তা পারমিতা দাস, অধ্যক্ষ পংকজ কান্তি রায়, প্রধান শিক্ষক জাফর ইকবাল, সাখাওয়াত হোসেন, ব্রাক এরিয়া ম্যানাজার বশির আহমদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়সর মিয়া, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, লিটল চন্দ্র দাস, জহিরুল ইসলাম জুয়েল, শিক্ষক নেতা গোলাম মোস্তফা সরদার রুমি, জেলা পরিষদের সাবেক সদস্য নাজমুল হক, মাওলানা এবিএম নোমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আবুল কাশেম, প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। হাফিজ সোয়েব আহমদ কোরআন তেলাওয়াত ও দুরত শরীফের মাধ্যমে দিরাই প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *