বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ২৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সিলেট থেকে বদলি করা হয়েছে দুজনকে।
বুধবার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।
সিলেট থেকে বদলি হওয়া দুজনের মধ্যে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার মো. কামরুল আমিনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ঢাকা সদর দপ্তরে পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশ ইউনিট সিলেট রিজিওনের এসপি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানকে গাজিপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার করে বদলি করা হয়েছে।
শেয়ার করুন