ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের জাফরাবাদ এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে দুই ভাইকে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে চৌহান বাঙ্গার এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ ফাজিল (৩১) ও মোহাম্মদ নাদিম (৩৩)। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিন হামলাকারী স্কুটারে থাকা দুই ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় মোট ৪৮ রাউন্ড গুলি ছোড়া হয়, যার মধ্যে ৩৫টি গুলি দুই ভাইয়ের শরীরে বিদ্ধ হয়। ফাজিলের শরীরে ২০টি এবং নাদিমের শরীরে ১৫টি গুলি লাগে।
গুলিবর্ষণের ঘটনাস্থলেই ফাজিল নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাদিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে উন্নতমানের বিদেশি পিস্তল ‘জিগানা’ ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন ধরনের আগ্নেয়াস্ত্রের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক বিরোধই প্রধান কারণ বলে মনে করছে পুলিশ। সন্দেহভাজন প্রধান আসামি আসাদ কুরেশি নিহত দুই ভাইয়ের ফুফাতো ভাই। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
তদন্ত সূত্রে জানা যায়, আসাদ কুরেশি পূর্বে একটি হত্যা মামলায় কারাবন্দি ছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পান। তার ধারণা ছিল, নাদিমই পুলিশকে তথ্য দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছিলেন। সেই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহতদের বড় ভাই ওয়াসিম জানান, তিনি হামলাকারীদের মধ্যে আসাদকে চিনতে পেরেছেন। তিনি বলেন, আসাদ আমাদের ফুফুর ছেলে। আগে হুমকি দিয়েছিল, পরে পারিবারিকভাবে মীমাংসাও হয়েছিল। তবুও সে আমার ভাইদের হত্যা করেছে। তিনি আরও জানান, নাদিম পাঁচ বছর আগে এক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান এবং হাঁটতে পারতেন না l
পুলিশ আরও জানায়, নাদিম জ্যাকেট ব্যবসার পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫