সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে সিলেটের সার্কিট হাউজে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে হযরত শাহজালাল (র.) জিয়ারত ও পরে হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সরকারপ্রধান। ছোট বোন শেখ রেহানাও এ সফরে তার সঙ্গে আছেন। বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অভ্যর্থনা জানান। সিলেটে পৌঁছে শুরুতেই শাহজালালের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে যান হযরত শাহপরাণের মাজারে।
এদিকে প্রধানমন্ত্রীর মাজার জিয়ারতকে ঘিরে নেয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তা। এছাড়া আগে থেকেই মাজার দু’টিতে অবস্থান করছিলেন আওয়ামী লীগের এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বর্তমানে সিলেট সার্কিট হাউজে গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন, সেখানে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টার মধ্যে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। এর মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু হবে।
শেয়ার করুন