দুবাইয়ে হার্দিক ঝড়, তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের

খেলাধুলা

হার্দিক পান্ডিয়া বীরত্বে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো ভারত। অন্যদিকে তীরে এসে তরী ডুবিয়ে হার নিয়ে মাঠ ছাড়লো পাকিস্তান। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের আভাস ছিল। মোটামুটি স্কোরেও ভালো লড়াই করেছে ভারত-পাকিস্তান।

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ৫ উইকেট ও ২ বল বাকি থাকতে ছুঁয়েছে ভারত। ফলে ৫ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ওভারে ৭ রান দরকার ছিল ভারতের। হঠাৎ ভেলকি দেখিয়ে ওই ওভারের প্রথম বলেই উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। এরপর ১ রানের পরের বলে ডট। ৩ বলে দরকার ৬ রানের। নাটকীয় কিছুর আশা করেছিল ক্রিকেট ভক্তরা।

কিন্তু হার্দিক পান্ডিয়া তা হতে দেননি। ৪র্থ বলটি উড়িয়ে পাঠান গ্যালারিতে। ব্যাট উঁচিয়ে জানান দিলেন লক্ষ্য পূরণ চূড়ান্ত। ১৭ বলে ৩৩ রান করেন তিনি।

 

 

এছাড়াও ৩৪ বলে ৩৫ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন কোহলি। রবীন্দ্র জাদেজা ২৯ বলে করেন ৩৫ রান। এছাড়া রোহিত ১২ ও সূর্যকুমার ১৮ রান করেন।

পাকিস্তানের হয়ে অভিষিক্ত নাসিম শাহ ২টি, আর মোহাম্মদ নওয়াজ ৩টি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিং করে পাকিস্তান। দলীয় ১৪৭ রানের পথে মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া ইফতিখার আহমেদ ২৮ রান করেন। বাকিরা অল্প রানের মধ্যেই ফিরে সাজঘরে। একে একে সবগুলো ব্যাটসম্যান ১ বল বাকি থাকতে ১৯.৫ ওভারেই গুটিয়ে যায়। শেষ দিকে ৬ বলে ১৬ রান বরে দলকে এগিয়ে নেন শাহনেওয়াজ দাহানি।

কোহলির শততম ম্যাচে বাবর আজমের ব্যাট হাসেনি। ভুবনেশ্বর কুমার ৪টি এবং হার্দিক পান্ডিয়া ৩টি উইকেট নেন। এছাড়া নবাগত আর্শদ্বীপ সিং নেন ২টি উইকেট।

 

স্কোর বোর্ড:

পাকিস্তান ১৪৭/১০ (১৯.৪)

ভারত ১৪৮/৫ (১৯.৪)

ভারত ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়ী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *