দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন : ফখরুল ইসলাম

সিলেট

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের লক্ষ্য। জামায়াত সন্ত্রাস দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের উপর সীমাহিন জুলুম নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু জামায়াতের পথ চলা কেউ দমিয়ে রাখতে পারেনি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে কেউ দমিয়ে রাখতে পারেনা। জামায়াতকে সমথর্ন করুন, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন।

তিনি বলেন, ৫ আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্টের দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ৫ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে জামায়াতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এটা জাতির জন্য একটি সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কেন্দ্রঘোষিত চলমান গণসংযোগ পক্ষকে কাজে লাগাতে হবে।

তিনি সোমবার বিকেলে নগরীর সুবিদবাজার এলাকায় সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা আমীর শফিকুল আলম মফিক, থানা সহকারী সেক্রেটারী রেজাউল ইসলাম, সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াত নেতা সৈয়দ বাহারুল ইসলাম রিপন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *