দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ ছাতকে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।।

সুনামগঞ্জ

সেলিম মাহবুব,ছাতক:

ছাতকে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা। স্বেচ্ছাসেবকলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদের সভাপতিত্বে ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন, মামুন মিয়া, কামরজ্জামান কাজল, মিসবাহ আহমদ মিছাক, বেলাল আহমদ, এখলাছ মিয়া, হানিফ মিয়া, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন মিয়া, সাইদুল হক, সেলিম মিয়া, ছাত্রলীগ নেতা মাহিম চৌধুরী, রুহেল আহমদ, ডালিম মিয়া, জিবরান আহমদ, কয়েছ আহমদ প্রমূখ। সভা শেষে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরীর নির্দেশনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *