নগরীর বিভিন্ন সড়কে দৃষ্টিনন্দর রোড ডিভাইডার স্থাপন করেছিল সিসিক। গাছের ডালের আদলে স্থাপন করা এই ডিভাইডার নজর কেড়েছে সবার। ডিভাইডারের মাঝে গাছ লাগানোয় তা সড়কের শোভাবর্ধন করে অনেক।
সিলেটের এরকম দৃষ্টিনন্দন একটি সড়ক ডা. চঞ্চল রোড যা রিকাবিবাজার পয়েন্ট থেকে মিরের ময়দান হয়ে সুবিদবাজারের দিকে গিয়েছে। কিন্তু নজরকাড়া দৃষ্টিনন্দন এই সড়কে লেগেছে অযতœ আর অবহেলার ছাপ।
সুন্দর ডিভাইডার মাঝখানে ভেঙে গেছে। নেই সংস্কার বা সংরক্ষণের কোনো উদ্যোগ। বেপড়োয়া গাড়ির আঘাত কিংবা প্রায়ই লোকজন এসব ডিভাইডারে বসে তা নষ্ট করছে। ছবিটি গতকাল ডা. চঞ্চল রোডে পুলিশ লাইন এলাকা থেকে নেওয়া।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫