বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা যুবলীগ।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ পরবর্তী প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা পরিষদে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিগোষ্ঠী ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়েছিলো। তাঁরা জঙ্গি হামলার মাধ্যমে দেশকে পাকিস্তানী জঙ্গি রাস্ট্র বানাতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই আশা কোনদিন পুরণ হবে না। দেশের মানুষকে সাথে নিয়ে যুবলীগ তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা যুবলীগের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন