দেশের ৪৫৮ পুলিশ সদস্য পরলেন আইজি’জ ব্যাজ

জাতীয়

ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’জ ব্যাজ) পরানো হয়েছে ৪৫৮ জন পুলিশ সদস্যকে। প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের দেওয়া হয় এই ব্যাজ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ১২টায় পুলিশ সপ্তাহ-২০২৩ এ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪৫৮ জনকে তৃতীয় মর্যাদাপূর্ণ এই ব্যাজ পরানো হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। ওই দিন সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। আগামী ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *