দেশে একটি অলিখিত দুর্ভিক্ষ চলছে -বিশ্বনাথে ইলিয়াসপত্নী লুনা

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে একটি অলিখিত দুর্ভিক্ষ চলছে। যে দুর্ভিক্ষের কারণে জনজীবন অতিষ্ঠ। আর ওই দুর্ভিক্ষের সংবাদ প্রকাশ করার সাহস সাংবাদিকরাও নেই। কেই প্রকাশ করলে সেই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার মামলা হয়। আজ মানুষের কথা বলার অধিকারও নেই। সেই অধিকারটুকুও কেড়ে নিয়েছে গণতন্ত্র হরণকারী এই সরকার। তারা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না। তারা জোর করে ক্ষমতায় বসে আছে। সব সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিতে আক্রান্ত হয়ে দেউলিয়া এখন। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শোধিতে হইবে ঋণ’।

তিনি শনিবার (১৫ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ উদ্যোগে ১০ম বারের মতো পৌর শহরের বরইগাঁও গ্রামস্থ তার নিজ বাড়ির প্রাঙ্গনে আয়োজিত ‘বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী ও তার গাড়ী চালক আনছার আলী গুমের ১১ বছর পূর্ণ হওয়ার প্রতিবাদে এবং বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে’ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের আহŸায়ক ইরন মিয়া মেম্বার, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান নেছার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, সদস্য আবু তাহের মিছবাহ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মামুন, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাজেদুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ আরব খান। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বরইগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস ছত্তার।
অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান, আসাদুজ্জামান নূর আসাদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন মেম্বার, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না শাহীন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান রিপন, পৌর বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাশ, বিএনপি নেতা খায়রুল আমিন আজাদ, কাওছার আহমদ তুলাই, শহীদ আহমদ, বদরুল আহমদ বাপ্পী, জেলা মহিলা দল নেত্রী নাজমা বেগম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, আব্দুল লতিফ, সুলতান খান, সাইদুর রহমান রাজু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম, সদস্য সচিব শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তার আহমদ, সদস্য সুলতান আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালমান আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসলাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক কাইয়ুম আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *