দেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ১২৫

জাতীয়

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে।

এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৭১ জন মারা গেছেন।এ সময় নতুন ১২৫ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৪০৫ জন ঢাকার মধ্যে এবং ৩৪৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ হাজার ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬২২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৪১ জন ডেঙ্গু রোগী।অন্যদিকে, চিকিৎসা শেষে ৬০ হাজার ২৪৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৮ হাজার ৫০ জন ঢাকার বাসিন্দা, বাকি ২২ হাজার ১৯৪ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *