ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সিন্ডিকেটের জিম্মায় বন্ধি থাকায় দেশে লুটপাট ও দূর্নীতির সুনামী চলছে। আর এতে চরম দূর্ভোগ পোহানোর পাশাপাশি বঞ্চিত হচ্ছেন দেশের অসহায়-গরীব-বঞ্চিত জনসাধারণ। অসৎ আমলা-ব্যবসায়ী-রাজনীতিবিদ ওই সিন্ডিকেটের সাথে জড়িত। ওই সিন্ডিকেট চক্র দেশের গরীব মানুষ পেটে লাথিও মারছে, আবার তাদের পকেটও কাটছে। তাই মানুষের প্রাপ্য অধিকার পাওয়া সুনিশ্চিত করতে হলে দেশের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধভাবে সিন্ডিকেট ও দূর্নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচিত হওয়ার পর প্রতারক না হয়ে, সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে নিজের কাজটুকু করলেই মানুষ আর প্রতারিত হবেন না এবং ওই সিন্ডিকেট চক্রও সৃষ্টি হবে না।
তিনি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের ‘আহমদিয়া সুন্নিয়া বৈরাগীবাজার হাফিজিয়া মাদ্রাসা’ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। মাদ্রাসায় এমপির আগমন উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তেরাব আলীর সভাপতিত্বে ও শিক্ষক ক্বারী মিছবাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, এলাকার শালীস ব্যক্তিত্ব শফিকুর রহমান বাবুল, গণফোরাম নেতা আব্দুল শহিদ, নজরুল ইসলাম আজাদ মেম্বার, বৈরাগী বাজার বনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদ আহমদ, সংগঠক মোশাররফ আলী।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ নূরুজ্জামান, নাতে রাসুল পরিবেশন করেন তাসবীর আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মুজিবুর রহমান মাস্টার।
এসময় সভায় অতিথি হিসেবে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন