দেশে ৩৫০ সিসির বাইক চলাচলের অনুমতি

জাতীয়

অবশেষে বাংলাদেশে ৩৫০ সিসির মোটরসাইকেল কেনা-বেচার অনুমতি মিলল। সরকার দেশের বাজারে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ছাড়ার অনুমোদন দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর আগে দেশের বাজারে ১৬৫ সিসির বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না। নতুন নীতির ফলে দেশে রয়েল এনফিল্ডের বেশ কিছু মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। নতুন এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন কোম্পানির উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারবে।
মোটরসাইকেল উৎপাদনকারী ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো মনে করছে, মোটরসাইকেলের সিসি যত বেশি, নিরাপত্তা তত ভালো। দেশের অবকাঠামোগত উন্নয়নে সিসিসীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনুমোদনের ফলে দেশে মোটরসাইকেল বিক্রি বাড়বে। এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে।

বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমএএমএ) স্থানীয় সড়কে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেওয়ার সরকারের সিদ্ধান্তের সক্রিয়ভাবে বিরোধিতা করে আসছে।
তাদের দাবি ছিল, বর্তমান নির্মাতারা বিদ্যমান নীতির সীমাবদ্ধতার অধীনে আট হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে এবং যেকোনো আকস্মিক নীতি-পরিবর্তন বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

যদিও দেশের কিছু অটোমোবাইল নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠান মনে করছে, বাংলাদেশে মোটরসাইকলে সেক্টরে সিসি লিমিট ১৬৫ থেকে ৩৫০ করায় স্থানীয় বাজার আরও সম্প্রসারণ হবে। দেশ-বিদেশি অনেক প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগ করবে। সূত্র : টিবিএস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *