দেশ সেরায় সিসিকের হ্যাট্রিক

সিলেট

সিলেট সিটি করপোরেশন কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আবারো দেশসেরা হয়েছে।

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ পুরস্কার ঘোষণা করে। এ নিয়ে (হ্যাট্রিক) টানা তিনবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক মূল্যায়নে দেশের সব সিটি করপোরেশনের মধ্যে প্রথম হয়েছে সিসিক।

এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ২০টি দপ্তর-সংস্থার মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক মূল্যায়নে প্রথম হয় সিলেট সিটি করপোরেশন।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে সিলেট সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *