দোয়ারাবাজারে কলেজ কেম্পাসে টিকটক করায় ছাত্রকে বহিষ্কার

সুনামগঞ্জ

এম এইচ শাহজাহান আকন্দ; দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারা বাজারে স্কুলমাঠে দাঁড়িয়ে থাকা ছাত্রীদের অগোচরে ভিডিও ধারণ করে টিকটক ভিডিও বানানোয় এক কলেজছাত্রকে বহিষ্কার করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রগতি স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে এ ভিডিও ধারণ করে কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ফারদিন হাসান।

পরে ভিডিও টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে এ নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে শ্রেণি কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

বুধবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলী উছমানের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ফারদিন হাসানকে বহিষ্কার করা হয়।

নোটিশে বলা হয়, গত ৩ জানুযারি দ্বাদশ শ্রেণির ছাত্র ফারদিন হাসান কর্তৃপক্ষের অগোচরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ অপরাধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে (ফারদিন) বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।পরিবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *