দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জ

 

এম এইচ, শাহজাহান আকন্দ
ছাতক,দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি ঃ
গরুর ধান খাওয়া নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে লামাসানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মিয়া হোসেন( ৬৫) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার ৩ টার দিকে মৃত মিয়া হোসেন পক্ষের গরু অপর পক্ষ হেলাল মিয়ার (হেলো) বোরো ধানের ক্ষেতে প্রবেশ করলে একে অপরের বাকবিতন্ডায় হাতাহাতি হয় এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে ঘটনার স্থলেই মিয়া হোসেন নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

নিহত মিয়া হোসেনের পরিবারের অভিযোগ দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদের নির্দেশে উনার ভাতিজা লামাসানিয়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আলিম উদ্দিন ও তার সহযোগিদের কিল গুসিতে ঘটনাস্থলেই মিয়া হোসেন নিহত হয়েছে। পরে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

অভিযোগ অস্বীকার করে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন মিয়া হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়েছে তবে কিল গুসি মারামারির ঘটনা ঘটেনি।মিয়া হোসেনের হার্টের রোগী ছিলেন।সে ষ্টোক করে মারা গেছে।

ওই ঘটনায় সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক বলেন,ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *