দোয়ারাবাজারে চোরাকারবারীসহ দুইজন আটক ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড “

সুনামগঞ্জ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৭ বস্তা চিনিসহ মোঃ ফজলু মিয়া (৩৭)নামের এক চোরাকারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।অন্যদিকে গাঁজা (মাদক) সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অপরাধে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে ছয় মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।সোমবার (৮ মে)দুপুরে তাদেরকে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটকৃত মোঃ ফজলু মিয়া (৩৭) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর ছেলে ও সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ (২৫) উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরান পাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধরের‍্ দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে এএসআই সুমন চন্দ্ৰ দেব ও সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের জনৈক হাকিম আলীর বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপর ভারতীয় চিনি ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ভারতীয় ১৭ বস্থা চিনিসহ ফজলু মিয়া নামের একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। অন্যদিকে রবিবার (৭ মে )রাত ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পুরাতন পানাইল গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৫)কে গাঁজা (মাদক) সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতীয় চিনি আনার দায়ে ফজলু মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ ও চোরাকারবারি ফজলু মিয়াকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *