দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিল খান দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ অক্টোবর) সাকাল ৯ টায় ইউপি চেয়ারম্যানের নিজ বাড়িতে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট মুরুব্বি আজহারুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল খানের পরিচালনায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোগলবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন,বোগলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তৈয়ব আলী মাষ্টার,আ”লীগ নেতা লোকমান হেকিম মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মাছুম আহমেদ,আ”লীগ নেতা সোনা মিয়া,যুবলীগ নেতা জিয়াউর রহমানপ্রমুখ।
দুই বছর পূর্তি উপলক্ষে বক্তব্যের শুরুতে বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ উপজেলার সকল গুণীজনদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্থরের জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি।
মিলন খান বলেন যাদের সহযোগিতায় আজ আমি আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী মনোনীত হয়ে চেয়ারম্যান হয়েছি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। চেষ্টা করেছি দুই বছর সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করতে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আগামী দিনগুলোও যেনো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সেজন্য ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করি এবং সেই সাথে পরিষদের পক্ষ থেকে দুই বছর পূর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নাগরিক সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শিক্ষক, জনপ্রতিনিধিসহ হাজারো মানুষ অংশ গ্রহন করেন। পাশাপাশি বোগলাবাজার ইউনিয়নের জনগন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। সভা শেষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামাতের নৈরাজ্যের সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারে ক্ষমতায় রাখতে সকলে সহযোগিতা চান।
শেয়ার করুন