দোয়ারাবাজারে নির্বাচনী সহিংসতায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে,সাংবাদিকে পুলিশের লাঠিচার্জ

সুনামগঞ্জ

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) সংবাদদাতা :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে  নির্বাচনী  বিরোধে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৩০ জনেরও বেশি গুলিবিদ্ধ রয়েছে।এদের বেশিরভাগই পুলিশের রাবার বুলেটে আহত হয়।
পুলিশ দু’পক্ষের সংঘর্ষ থামাতে ১০ রাউন্ড টিয়ারসেল ও ১০৪ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়েছে, সংঘর্ষে জড়িত ৯ জনকে আটক করেছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের হাতে মারপিটের শিকার হয়ে আহত হয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিনের দোয়ারবাজার প্রতিনিধি মাসুদ রানা সোহাগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টায়  দোয়ারাবাজার উপজেলা সদরের অবস্থিত পূর্ব মাছিমপুর ও নৈনগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশংকায় ওই দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিনের দোয়ারবাজার প্রতিনিধি মাসুদ রানা সোহাগের উপর  দোয়ারাবাজার থানার পুলিশের এসআই সম্রাজ মিয়ার হাতে মারধরের শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭  জানুয়ারি নির্বাচনে দোয়ারাবাজার উপজেলা সদরের পাশের গ্রাম পূর্ব মাছিমপুর ও পশ্চিম মাছিমপুরবাসীর নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে গত দু’দিন থেকে উপজেলা সদরে দু’পক্ষের উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার রাতে পূর্ব মাছিমপুর গ্রামের আমরু মিয়া’র ছেলে ঈগল মার্কার সমর্থক শামীম আহমদের সঙ্গে পাশের নৈনগাঁও গ্রামের নৌকার সমর্থক আবুল মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে আবুল মিয়ার সমর্থকরা শামীম আহমদের পূর্ব মাছিম পুরের বাড়িতে ইট-পাটকেল ছোঁড়ে হামলায় ভাঙচুর চালায়।

পুলিশ রাতেই পরিস্থিতি শান্ত করে দুই পক্ষকে সরিয়ে দেয়। সকালে আবুল মিয়া দোয়ারা বাজারের বাসভবনে এলে শামীম আহমদের লোকজন হামলা করে। এই ঘটনার খবর নৈনগাঁও গ্রামে পৌছালে আবুল মিয়ার পক্ষের নৈনগাঁও গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা সদরে এসে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে নারী ও রয়েছেন।  আহত দের সিলেট নেয়া হয়েছে. অনেকেই প্রাথমিক চিকিৎসা.নিয়েছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান জানান. দু’পক্ষের সংঘর্ষ থামতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারসেল, ১০৪ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে এবং সংঘর্ষে জড়িত ৯ জনকে আটক করেছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নেহের নিগার তনু জানান, সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান শাহ জানান, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পরিস্থিতি স্বাভাবিক। ৯ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *