দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে জুবায়ের হোসেন (৩৫) নামের এক বীরমুক্তিযোদ্ধার সন্তানকে বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে। সম্প্রতি উপজেলার বোগলাবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন এর পুত্র জুবায়ের হোসেনের কাছে ২ হাজার টাকা পাওনা নিয়ে একই ইউনিয়নের জুগিপাড়া আন্দাইরগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র মতিউর রহমান ও আতাউর রহমানের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মতিউর ও আতাউর দুই ভাই মিলে জুবায়ের এর উপর আক্রমণ করে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখমী করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, তারা প্রভাবশালী ও দাঙ্গাবাজ লোক। আমার ছেলে তাদের কাছে পাওনা টাকার শোধ করতে সময় চাইলে তারা কয়েকজন মিলে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয়রা আমার ছেলেকে উদ্ধার না করলে তারা তাকে প্রাণে মেরে ফেলতো। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এর বিচার চাই।
জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি,সিম্পল একটি বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে, সঠিকতদন্ত সাপেক্ষে আইনানোগ ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন