দোয়ারাবাজারে পৃথক অনুষ্ঠানে মুহিবুর রহমান মানিক এমপি— ‘সরকারের উন্নয়ন নিয়ে বিএনপি-জামাত জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে’

সুনামগঞ্জ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালে শিক্ষার উন্নয়নে কোনো কাজ করেনি। তাদের সময়ে ১৬ টি উচ্চবিদ্যালয় ছিল, বর্তমানে ছাতক-দোয়ারাবাজারে ৭০টি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত রয়েছে। বিএনপি’র আমলে সরকারি বিদ্যালয়গুলোকে বেসরকারি প্রতিষ্ঠানে রুপান্তরিত করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিগত ২৩ বছরে ছাতক-দোয়ারাবাজারে ২৯ টি কলেজ প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, ২০০১ সালে আ’লীগ বিএনপির মিথ্যাচারের কাছে পরাজি হয়েছিল। সে সময়ে যারা ক্ষমতায় ছিল তারা তখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা চিন্তাই করেনি। আমরা ২০০৮ সালে ক্ষমতায় এসে বিদ্যুতের ব্যর্থতা ঠেকাতে সক্ষম হই। এখন ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলছে। সর্বত্র স্কুল, কলেজ, মাদরাসা, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হওয়া স্বত্তেও বিএনপি জামাত এসব নিয়ে মিথ্যাচার করছে এবং তারা জনগণের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, নির্বাচন এলেই কিছু মৌসুমী নেতাদের আগমন ঘটে, তারা কিছুদিন মাঠ ঘাট চষে বেড়ায়। এসব মৌসুমী নেতাদের থেকেও দূরে থাকতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’

রোববার দুপুরে ঘিলাছড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবনির্মিত  ‘বীরমুক্তিযোদ্ধা ডা: আব্দুর রহিম ভবন’ এবং একইদিন সন্ধ্যায় বরইউড়ি বহুমুখী আলিম মাদরাসার নবনির্মিত ‘মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজ মিয়া’ ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপরোক্ত কথা বলেন।

রোববার দুপুরে উপজেলার ঘিলাছড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সুনামগঞ্জের সহকারী শিক্ষা প্রকৌশলী পারভেজ হোসেন, দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, মাস্টার শমসের আলী, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কয়ছর আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান রুবেল, মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, মাওলানা ছাদিকুর রহমান, মাস্টার সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বশির আহমদ প্রমুখ। সুধী সমাবেশ স্বাগত বক্তব্য রাখেন ঘিলাছড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শানুর মিয়া।

পরে উপজেলার বরইউড়ি বহুমুখী আলিম মাদরাসা মাঠে প্রতিষ্ঠান সভাপতি এস এম হাসমত উল্লাহ’র সভাপতিত্বে ও বাংলাবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অপর এক সুধী সমাবেশে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠান অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক জসিম মাস্টার, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, আ’লীগ নেতা রমিজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *