দোয়ারাবাজারে, বাংলাদেশ আওয়ামী লীগের শান্তির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ

এম,এইচ,শাহজাহান আকন্দ। ছাতক,দোয়ারা বাজার,( সুনামগন্জ) প্রতিনিধি।

২৪ শে নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার আটটি ইউনিয়ন সদর সংলগ্ন। বগুলা বাজার, বাংলা বাজার, নরসিংপুর, মান্নারগাঁও, পান্ডার গাও, দোহালিয়া,
লক্ষ্মীপুর, ও সুরমা, প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে, শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে, মিছিল ও সমাবেশে বক্তারা বিএনপি, ও জামাতের হরতাল- অবরোধ, নৈরাজ্যের তীব্র প্রতিবাদ করেন। এবংসড় যন্ত্রের ত্যাগ করে, সুষ্টু নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনার সরকার বারবার দরকার, স্লোগানে মুখরিত হয়ে ওঠে, উপজেলার আটটি ইউনিয়ন।বোগলা বাজার ইউনিয়নে মিছিলে নেতৃত্ব দেন, তৈয়ব আলী মাস্টার, বগুলা বাজার ইউনিয়ন আওয়ামী লীগ, মিলন খান, চেয়ারম্যান বোগলাবাজার ইউনিয়ন পরিষদ। আহমদ আলী আপন, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ দোয়ারাবাজার উপজেলা শাখা। বুলবুল মিয়া, সভাপতি বগুলা ইউনিয়ন যুবলীগ। প্রভাষক, আবু বক্কর সিদ্দিক।যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ। পাশাপাশি মিছিল সমাবেশ থেকে,দ্বাদশ ও জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫( ছাতক, দোয়ারা বাজার) আসনে চারবারের সাংসদ সংসদ মুহিবুর রহমান মানিক কে, এবার ও নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে, মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *