এম এইচ শাহজাহান আকন্দ ; দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ অভিযানে চালিয়ে ৪০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এরুয়াখাই (তিলোরাকান্দি) গ্রামের মৃত আব্দুস সহিদ পুত্র ফয়েজ আলী (ফায়েজ)(৩২)
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এ এস আই শরিফ,এ এস আই নূর মোহাম্মদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে এরুয়াখাই (তিলোরাকান্দি) গ্রাম থেকে মাদক ব্যবসায়ী ফয়েজ আলী (ফায়েজ) কে আটক করা হয়।
এ সময় তার ঘর থেকে ৩০ (ত্রিশ) বোতল officers choice ভারতীয় মদ ও ৬ (ছয়) বোতল AC BLACK মদ এবং ২ (দুই) বোতল KINGFISHER | Strong premium Beer ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
দোয়ারাবাজার থানা এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের পর বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
শেয়ার করুন