এম,এইচ শাহজাহান আকন্দ দোয়ারাবাজার ,সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতে পাচারকালে ৬২টি বস্তা রসুনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রাম থেকে ৩টি অটোরিকশা (টমটম) গাড়ীসহ ৩জনকে আটক করে পুলিশ।
আটককৃত হলেন, একই ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুছ সাত্তারের পুত্র জাকির হোসেন (২০), বালিছড়া গ্রামের মন্তাজ উদ্দিনের শাখাওয়াত হোসেন কামাল (১৯), উস্তিঙ্গের গাঁও গ্রামের মৃত আবুবকর ছিদ্দিকের পুত্র আব্দুল্লাহ আল মোজাহিদ (২০) কে গ্রেফতার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে বাংলাদেশ হইতে ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) যোগে রসুন বোঝাই করে চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে বহন করার সময় ০৩টি ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) সহ ৬২টি বস্তা রসুন জব্দ করা হয় এবং ০৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন