দোয়ারাবাজারে মটর সাইকেলের গণজোয়ার সৃষ্টি হয়েছে

সুনামগঞ্জ

সদোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ  ইদ্রিস আলী বীর প্রতীক মোটরসাইকেল প্রতীকের মিছিলে ভোটারদের গনজোয়ার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫মে)উপজেলার স্থানীয় বাংলাবাজারে ভোটারদের আনন্দমুখর পরিবেশে মিছিলে মটর সাইকেল প্রতীকের ২৯তারিখ সাড়াদিন মটর সাইকেল মার্কায় ভোট দিন। সেই স্লোগানে মুখরিত হয়ে পড়েছে  গোটা বাংলাবাজারের ভোটাররা।
ভোটারদের মুখে একটাই দাবী করেছেন, মটর সাইকেল প্রতীকে ২৯শে মে একটি ভোট প্রদানের আকুতি জানিয়েছেন ভোটাররা।
এসময় উপস্থিত ভোটারদের নিকট সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা বলেছেন, অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক মোটরসাইকেল মার্কায় ২৯ তারিখে ভোটারদের মহামূল্যবান একটি ভোট প্রদানের অনুরোধ প্রার্থনা করছেন। পরে মিছিল কারীদের সান্তনা দিতে প্রধান অতিথি’র’ বক্তব্যে অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক মোটরসাইকেল মার্কায় সকল ভেদাভেদ
ভূলে গিয়ে একটি ভোট ভিক্ষা প্রার্থনা করছেন উপজেলার সর্বস্তরের জনগণ ও ভোটারদের নিকট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *