এম এইচ,শাহজাহান আকন্দ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই আসলাম হোসেনের নেতৃত্বে এক ঝটিকা অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় অফিসার চয়েস ও ম্যাকডোনালাস মদসহ মাদক ব্যবসায়ী শারফুল ইসলাম ফালান (৩৭) কে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সহযোগী ব্যবসায়ী পালিয়ে যায়। শারফুল ইসলাম ফালান উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আন্দাইরগাঁও গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, বিশেষ অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদসহ ব্যবসায়ী শারফুল ইসলাম ফালানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন