দোয়ারাবাজারে মদের চালানসহ দুইজন আটক

সুনামগঞ্জ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ২৬৪বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুইজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কূশিউড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে নাছির মিয়া(২১) ও ওয়াহিদ মিয়ার ছেলে সুমন মিয়া(১৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার টু বাশতলা রাস্তার মৌলারপাড় সেতুর উপর মাদক কারবারি নাছির ও সুমন মৌলারপাড় সেতুর পূর্বপাশে দাঁড়িয়ে অফিসার চয়েজ মদ ক্রয় বিক্রয় করে হাতবদলের সময় ৬টি কাটুনের ভিতরে ভারতীয় তৈরী ২৬৪ বোতল অফিসার চয়েস মদসহ নাছির মিয়া ও সুমন মিয়াকে আটক করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদেরকে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হবে।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *