দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় তৈরী ২৪বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের মোঃ আহাদ আলীর ছেলে মোঃ জুয়েল মিয়া (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪ খ্রি.) বিকাল পৌনে ৬টার দিকে দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আবুল বাশার ও এএসআই সুমন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের
মাদককারবারী জুয়েল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে ২৪ বোতল এসি ব্ল্যাক মদ জব্ধ ও জুয়েল মিয়াকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন