দোয়ারাবাজারে মাদরাসা কর্তৃপক্ষের সেচ্ছাচারিতা দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ

এনামুল কবির মুন্না, ছাতক- দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার এটিএম শামসুদ্দিন ও কেরানী আলী আকবরের অবহেলার কারণে ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থী মোঃ রুহুল আমিন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে চলমান দাখিল পরিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় মাদ্রাসার সুপার ও কেরানীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ও সেচ্ছাচারিতা, দুনীতি এবং চাঁদাবাজির কারণে তাদের চাকরিচ্যত/ অপসারণ / পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) বিকাল ৩ টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সংলগ্ন রাস্তায় মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ,বর্তমান ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে সমাজ সেবক আব্দুল মান্নান ফরিরের সভাপতিত্বে মাওলানা আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক পীর মাওলানা গোলামুর রহমান জিলানী,স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির,সমাজ সেবক আব্দুল হান্নান, মুক্তার হোসেন,মনির হোসেন, আব্দুল ওহাব,সূরুজ মিয়া,আসমত আলী, আব্দুল বারেক,মুক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন ১৯৭৩ সাল থেকে সুনামের সাথে পরিচালিত হওয়া এই প্রতিষ্ঠানের বর্তমান সুপার এটিএম শামসুদজ্জামান ও কেরানী আলী আকবর যোগদানের পর থেকেই অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার আখরায় পরিনত হয়েছে। সুপার ও কেরানীর ঘুষ বাণিজ্যের কারণে অনেক ছাত্রছাত্রীদের জীবন ধংস হয়ে গেছে। ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থী মোঃ রুহুল আমিন পরিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। মাদ্রাসার সুপার ও কেরানীর দৃষ্টান্তমুলক শান্তি ও সেচ্ছাচারিতা, দুনীতি এবং চাঁদাবাজির কারণে তাদের চাকরিচ্যত/ অপসারণ / পদত্যাগের দাবী জানিয়েছেন বক্তারা।অতি দ্রত সময়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসুচীর ডাক দেওয়া হবে বলে হুসিয়ারি দিয়েছেন। উল্লেখ্য মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির জরুরী সভা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *