দোয়ারাবাজারে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল

সুনামগঞ্জ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষকদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল করেছে এলাকাবাসী।

রোববার দুপুরে জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় নেতা আবাদি কৃষক আব্দুল আউয়ালের নেতৃত্বে স্থানীয় খাসিয়ামারা রাবারড্যাম এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণমিছিল পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, ইউপি সদস্য জামাল উদ্দীন, হাছন আলী, কৃষকদের মধ্যে আব্দুল আউয়াল, শামসুল হক, বিনয় ভূষণ পুরকায়স্থ, আব্দুল হক, ফরহাদ আলম, জাকির হোসেন, আকুল মিয়া, আফিজ আলী, মারফত আলী, শুকুর আলী, নৌশাদ আলী, হানিফ আলী, আলতাব আলী, আরব আলী, জামাল উদ্দীন, কামাল মিয়া, মৈদর আলী, আইনূল হক প্রমূখ।

বক্তারা বলেন, এলাকার স্বার্থান্বেষী মহলের ইন্ধনে অর্থলোভী ইজারাদার ও সার্ভেয়ার রিপন চাকমার দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় অযথা হয়রানির শিকার হচ্ছেন অভিযুক্ত খাসিয়ামারা রাবারড্যামের আওতাধীন উপকারভোগী প্রান্তিক কৃষকরা। অবিলম্বে এসব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কৃষকসহ এলাকাবাসী অচিরেই কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে হুশিয়ারি দেন বক্তারা। এর আগে ভুক্তভোগী কৃষকসহ বিরাট গণমিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *