এম এইচ,শাহজাহান আকন্দ
দোয়ারাবাজার প্রতিনিধি;;
দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ঘিরে তৎপর রয়েছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ্ জামাল। নিজের প্রার্থীতা নিয়ে তিনি এলাকাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গত গত ২২ সেপ্টেম্বর সুরমা ইউপি চেয়ারম্যান খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা এম এ হালিম বীরপ্রতীকের মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শুন্য হয়। কিছুদিন পর থেকে ওই ইউনিয়নে বইছে উপ-নির্বাচনের হাওয়া।
এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটাররা তারা তাদের পচন্দের প্রার্থীদের নিয়ে আলোচনাও শুরু করেছেন।
গতকাল সুরমা ইউনিয়নের নূরপুরবাজারস্থ নূরপুর যুব ও সমাজকল্যাণ সংস্থার ক্লাব-ঘরে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবী শাহ্ জামাল।
এসময় তিনি বলেন, হাওড়পাড়ের মানুষের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি। দুর্যোগ-দূর্ভোগকালীন সময়ে সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুরমা ইউপি’র উপ-নির্বাচনে নৌকার টিকিট পেয়ে বিজয়ী হলে সদ্য প্রয়াত জাতির অহংকার এম এ হালিম বীরপ্রতীকের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করবো। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য শাহ জামাল উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের আ’লীগ নেতা প্রয়াত মোঃ আবু সুফিয়ানের পুত্র। তাঁর এক পুত্র বর্তমানে ঢাকাবিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
স্থানীয় নূরপুর, সোনাপুর কয়েক গ্রামের নেতৃস্থানীয় বাসিন্দারা বলেছেন, শিক্ষা-দীক্ষা এবং সমাজ উন্নয়ন ভাবনায় একজন যোগ্য এবং প্রাণবন্ত মানুষ শাহ্ জামাল। তিনি দলীয় মনোনয়ন পেলে আমরা ঐক্যবদ্ধভাবে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করবো।
শেয়ার করুন