দোয়ারাবাজারে ৩টি দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ২০লাখ টাকা

সুনামগঞ্জ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভায়াবহ আগুনে ৩টি দোকান ভস্মীভূত হওয়ায় প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও জনতার প্রাণপণ প্রচেষ্টায় দীর্ঘ ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১০ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরস্থ মধ্যবাজারে ব্যবসায়ী আসকর মিয়ার হার্ডওয়্যার দোকানের পিছনের গুদামে আগুনের সুত্রপাত হয়। ক্ষনিকের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।এসময় আসকর মিয়ার দোকানের পশ্চিম পাশের মড়ল রায়ের কাপড়ের দোকান এবং পূর্ব পাশে শহিদ মিয়ার বীজঘর আগুনে পুড়ে যায়।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু, ওসি দেবদুলাল ধর, এস আই মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি বলে তিনি জানান। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *