দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার ১ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দোয়ারাবাজার থানার এসআই মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আমির হোসেন (৩০) এবং একই গ্রামের মোঃ রমজান আলী (২০)। শনিবার (২৮ সেপ্টেম্বর.) সকাল ১০ ঘটিকার সময় দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও গ্রামের ছাতক দোয়ারাবাজার পাঁকা রাস্তায় স্থানীয় লোকজনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইটি অটো রিকসা থেকে তল্লাশি করে ১ হাজার কেজি (২০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ করায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন