সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওর থেকে কালা মিয়া (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মৃত শামছুদ্দিন মির্ধার ছেলে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুশিউড়া গ্রামের মিয়াবাড়ি সংলগ্ন হাওরে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি কালা মিয়া। মঙ্গলবার সকালে একই ইউনিয়নের পার্শ্ববর্তী কুশিউড়া গ্রামের মিয়াবাড়ি সংলগ্ন হাওরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, নিহতের পাশে মারশাল নামীয় কীটনাশকের বোতল পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শেয়ার করুন