ছাতক প্রতিনিধিঃ
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রর অপপ্রচারের প্রতিবাদে দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী বলেন, স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগকে নিঃশেষ করার লক্ষেই বঙ্গবন্ধু ও তার পরিবারের লোকজনকে হত্যা করা হয়েছিল। এ ন্যাক্কারজন হত্যাকান্ডের পেছনে মুল পরিকল্পনাকারী ছিলেন মেজর জিয়া। আল্লাহর অশেষ কৃপায় বিদেশে থাকার কারনে শেখ হাসনা ও শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। এখনো বিএনপি-জামাত তাদেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছৈ।
তিনি বলেন ষড়যন্ত্র ও মিথ্যাচার করে আওয়ামীলীগ সরকারের অগ্রযাত্রা রোধ করা যাবে না। আজ দেশ জুড়ে চলছে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের মহোৎসব। জননেত্রী শেখ হাসিনার শ্রম ও ঘামের বিনিময়ে এবং সুযোগ্য নেতৃত্বের কারনে দেশ এখন হাটছে উন্নয়নের মহা সড়ক ধরে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত দল ক্ষমতায় থাকা সত্বেও ছাতক-দোয়ারা আওয়ামীলীগের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা আজ অধিকার বঞ্চিত। তৃণমুল নেতাকর্মীরা এখন পরিবর্তনের দাবী তুলছে সোচ্ছারভাবে। আওয়ামীলীগে অনুপ্রবেশ করা চিহ্নত জামাত-বিএনপির কবল থেকে দলকে রক্ষা কররে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার আবারো প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ আহবান জানান তিনি। শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কুনিমোরা বাজারে সরকার বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে আয়োজিত আওয়ামীলীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম চৌধুরী এসব কথা বলেন।
নরসিংপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি উকিল আলীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মনর আলী ও মজমিল আলী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক, দোহালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী জাবের আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক সাবেক জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন এড. আবুল হোসেন ছাতক পৌরসভার কাউন্সিলর নাজিমুল হক, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, দোয়ারা উপজেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম আর্মি, ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য এবাদুল হক এমাদ, আফিক আলী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান শেখচান। বক্তব্য রাখেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম কাজল, মামুন মিয়া, মিসহাক আহমদ, এখলাস মিয়া, হানিফ মিয়া, জানায়েল আহমদ ফরহাদ, সাদেক আহমদ, রিয়াদ আহমদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, জাহাঙ্গীর আলম তারেক, জাহাঙ্গীর আলম, সাবলিক আহমদ, শামীম আহমদ, রুবেল তালুকদার জনি, সুজন আহমদ, প্রিয়তুষ দে চন্ডী, রুবেল আহমদ প্রমুখ।##
শেয়ার করুন