ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে ওয়াহাব আলীকে নৌকা প্রতীক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে আমাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় হলে দেখবেন উন্নয়নকে খুঁজতে হবে না, উন্নয়নই আপনাদেরকে খুঁজবে। তাই উন্নয়ন পেতে হলে ১৭ জুলাই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করুণ।
তিনি মঙ্গলবার (১১ জুলাই) রাতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহাব আলীর ‘নৌকা’ প্রতীকের সমর্থনে ইউনিয়নের উত্তর দশপাইকা গ্রামে মোহাম্মদ মোহাব্বত শেখের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নরউইচ-নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ। বৈঠকে প্রধান আকর্ষণের বক্তব্যে ১৭ জুলাই নৌকায় ভোট ও ইউনিয়নবাসীর সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন ইউনিয়নের নৌকার মাঝি ওয়াহাব আলী।
দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মস্তাব আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল কালামের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান-১ আকবর আলী, এলাকার মুরব্বী রাসিদ আলী, যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী সিরাজ মিয়া, আকমল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
উঠান বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী সামীর আলী ও স্বাগত বক্তব্য রাখেন দশপাইকা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ শওকত আলী ইমন।
এসময় উঠান বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।