ধর্মপাশায় কৃষকদের মধ্যে বিনামুল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

সুনামগঞ্জ

প্রতিনিধি ধর্মপাশা, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।১১সেপ্টেম্বর বুধবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন কৃষক নিয়ে বিতরণের মূল কার্যক্রম শুরু হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোত্তালেব সরকার,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।পরে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত কৃষকদের মাঝে, ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *