ধর্মপাশায় (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে ইজিবাইকসহ ইজিবাইক চালক সাইকুল ইসলাম খান (২৭) ছয় (৬) দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সাইকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও গ্রামের মোঃ কারী মিয়া খানের ছেলে।
এঘটনায় নিখোঁজ সাইকুলের বাবা মোঃ কারী মিয়া খান বাদী হয়ে ৯ই এপ্রিল মঙ্গলবার ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নং ২৬০।
সাধারণ ডায়েরিতে বলা হয়, গত ০৮ই এপ্রিল সোমবার বিকেল ৩ঘটিকার ধর্মপাশা এলাকা থেকে সাইকুল তার ইজিবাইকসহ নিখোঁজ হয়। সাইকুল গায়ের রঙ শ্যামলা ও উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি। জরুরি যোগাযোগ সাইকুলের পিতা মোঃ কারী মিয়া মোবাঃ ০১৯৩৭-৮৫৮৯৪২সাইকুলের স্ত্রী সরুফা আক্তার মোবাঃ ০১৯৬১-৭৯৮৫১৫
ধর্মপাশা থানার এসআই সনজিত কুমার রায় বিপি বলেন,সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হওয়ার পর নিখোঁজের ব্যাপারে পুলিশ তার নিজস্ব কাছ শুরু করেছে। দেশের সকল থানায় মেসেজ পাঠানো হয়েছে।
শেয়ার করুন