সুনামগঞ্জের ধর্মপাশায় কাজের গুণগতমান পর্যালোচনা বিষয়ক দুইদিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু করে বুধবার বিকাল ৩টা পর্যন্ত এপি হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি’র অর্থায়নের আয়োজন করেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট।
এতে অংশগ্রহণ করেন, শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সংস্থার ইয়ুথ, শিশু ও যুব ফোরামের সদস্যরা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমার পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ধর্মপাশা এপি ম্যানেজার সাগর জন কস্তা, পারি ম্যানেজার অঞ্জন কুমার রুরাম।
এছাড়া বেসরকারী এনজিও ব্রাকের শাখা ব্যবস্থাপক মো.আনোয়ার হোসেন, কারিতাসের মাঠ সহায়ক কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো.খাইরুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, সাংবাদিক সেলিম আহম্মেদ কর্মশালায় সংস্থার অগ্রগতি, বিভিন্ন প্রশ্ন ও মতামত প্রদান করেন।
শেয়ার করুন