মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাড়ির সামনের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সাব্বির মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ আগষ্ট) সকাল ৭টার দিকে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির মিয়া ওই গ্রামের মোঃ আফতাব উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও যুবকের পরিবার সূত্রে জানা যায়, সাব্বির মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। আজ শনিবার সকাল সাতটার দিকে বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে গোসল করতে গেলে এক পর্যায়ে পানিতে ডুবে গিয়ে তলিয়ে যান। অনেক খোঁজাখৃুঁজির পর ওইদিন সকাল আটটার দিকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে এলাকাবাসী।
পাইকুরাটি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল সিলেট লাইন কে বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন