সুনামগঞ্জের ধর্মপাশায় মাদক কেনাবেচার অভিযোগে উপজেলা শ্রমিক লীগের দুই নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নতুনপাড়ার জইন উদ্দিনের ছেলে হুসাইন মুহাম্মদ তানভীর, সাংগঠনিক সম্পাদক ও নতুনপাড়ার মৃত আলী আহমেদের ছেলে মোস্তাক আহমেদ, উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর রুনু চন্দ্র নিয়োগী এবং ধর্মপাশা গ্রামের মৃত বিধু ভূষনের ছেলে বিশ্বজিৎ চন্দ্র দাস।
ধর্মপাশা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের একটি মৎস্য খামারের ঘরে অভিযান চালানো হয়। এসময় হুসাইন মুহাম্মদ তানভীর, মোস্তাক আহমেদ, রুনু চন্দ্র নিয়োগী ও বিশ্বজিৎ চন্দ্র দাসকে মাদক কেনাবেচা করার অপরাধে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মাদক কেনাবেচার অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
শেয়ার করুন