নকআউট পর্বে আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

খেলাধুলা

রাউন্ড অব সিক্সটিনের প্রথম দিনই মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বেশ পিছিয়ে থাকলেও তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না মেসিরা। এই ম্যাচেও একাদশে থাকছে পরিবর্তন। শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ম্যাচটি।

পূর্ণ কনফিডেন্স নিয়েই নকআউট শুরু করতে যাচ্ছে ৭৮ আর ৮৬’র চ্যাম্পিয়নরা। গত তিন ম্যাচে দলটির একাদশে ব্যাপক পরিবর্তন এসেছে। অ্যকুনার পরিবর্তে লেফ্ট ব্যাকে খেলছেন তাগলিয়াফিকো। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মিডে থাকছেন ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস। প্রথম দিকে বিশ্রামের গুঞ্জন থাকলেও প্রথম একাদশেই মাঠে নামবেন ডি মারিয়া। মেসির সাথে পারফেক্ট নাইনে দেখা যাবে আলভারেজকে।

একাদশ মোটামুটি নিশ্চিত হলেও টানা খেলার ধকলই চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টিনার। তাই ফুটবলারদের ক্লান্তির কথা মাথায় এনে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি।
এদিকে, আর্জেন্টিনার মতো অল্প সময়ে একটানা খেলার ধকল যাচ্ছে সকারুজদের। অস্ট্রেলিয়াও হার দিয়ে গ্রুপ পর্ব শুরু করে ব্যাক টু ব্যাক জয় দিয়ে নকআউট নিশ্চিত করেছে। ফলে আত্মবিশ্বাসের ঘাটতি নেই তাদেরও। আর সেই জোর নিয়েই মাঠে নামবে ফুটবলাররা।
বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথম দেখা হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার। বিভিন্ন ম্যাচে চারবার মেসিদের কাছে পরাজিত হতে হয়েছে সকারুজদের। তবে যুব দল নিয়ে টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে হারিয়েছিল তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *