নগর বিএনপির সেক্রেটারি ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে ফোন দিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী !

সিলেট

সিলেট মহানগর বিএনপির সেক্রেটারি ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে ফোন দিলেন সিসিকের পলাতক মেয়র ইউকে অবস্থানরত আওয়ামীলীগের র্তমান মুখপাত্র আনোয়ারুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে সিলেটে চেম্বার নেতৃবৃন্দের সাথে মিটিং চলছিল ।এমন সময় মাগরিবের নামাজের বিরতি হওয়ায় এমদাদ হোসেন চৌধুরী।তার ব্যক্তিগত সেলফোনটি টেবিলে রেখে নামাজে চলে যায় ।

কিছুক্ষন পরই এমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে রিং বেজে উঠে ।ডিসপ্লেতে স্পষ্ঠ করে লেখা উঠে আনোয়ারুজ্জামান ইউকে !

মিটিং এ থাকা অন্যরা দ্রুত বিষয়টি ক্যামেরাবন্দি করে ।এই নিয়ে  ইমদাদ হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথম অস্বীকার করেন।

পরে আবার ফোন ব্যাক ব্যাক করে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীর ফোন পাওয়ার কথাটি স্বীকার করেন ।

এবং তিনি বলেন আমি কললিস্ট চেক করে দেখেছি ফোন এসেছে ।তবে আমার সাথে কথা হয়নি ।এদিকেই এই ঘটনা সিলেটে বিএনপি নেতৃবৃন্দ জেনে গেলে তোলপাড় শুরু হয়।

অনেকেই বলছে এই ধরনের আঁতাতের রাজনীতি চলতে থাকলে সিলেট বিএনপি ধ্বংস হয়ে যাবে l

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন পতিত স্বৈরাচার হাসিনার মুখপাত্র আনোয়ার , তার সাথে যদি বিএনপি নেতা ইমদাদের নিয়মিত কথা তাহলে এটা আমাদের জন্য লজ্জার ।আনোয়ার অসংখ্য মামলার আসামি ।তার শাস্তি
নিশ্চিত না  করে তার সাথে আঁতাত করা ফোনে কথা বলে এটা দলের জন্য আত্মঘাতী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *