নড়াইলের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আজ (১৭ জুলাই) রবিবার বিকাল পাঁচটায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর শহরের প্রাণকেন্দ্রের দড়াটানা চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

পুরাতন পদ্ধতি ফেসবুকে ধর্ম অবমাননার বৈদ্যুতিক সর্টসার্কিটে নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়ার সাহাপাড়ায় গত শুক্রবার যে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুরসহ হিন্দুদের ধর্মীয় উপাসনালয়সহ মন্দিরের বিগ্রহ আক্রান্তের প্রতিবাদে যশোরের এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়
সাংবাদিক প্রণব দাসের সঞ্চালনায় ও ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলার সভাপতি
অনুষ্ঠিত সভায় হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন, যশোর সংবাদ পত্র পরিষদেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদদৌলা, জেলা নির্মূল কমিটির সাধারন সম্পাদক সাজেদ রহমান, আই ই ডিবির জেলা সাধারন সম্পাদক প্রকৌশলী নূরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, নির্মূল কমিটির যুগ্ম সম্পাদক যোগেশ দত্ত, নারী নেতৃ শ্রাবণী সুর, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, যুব মৈত্রীর সুকান্ত দাস, লেখক মাহমুদা রিনি, এ্যাডঃ প্রশান্ত দেবনাথ প্রমূখ।

বক্তারা বলেন- দেশে একের পর এক একই ইস্যু তৈরী করে হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান,আদিবাসীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান,মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করে অগ্নি সংযোগসহ লুট পাট করা হচ্ছে, হত্যাসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে শিশু কিশোর,নারী,পুরুষ নির্বিশেষে সকলকে।দেখে মনে হচ্ছে সাম্প্রদায়িক শক্তি দেশটাকে সংখ্যালঘু মুক্ত করে আফগানস্থানের মতো উগ্র সাম্প্রদায়িক দেশে রুপান্তরিত করতে চাইছে।

অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের ঘোষণাপত্র না মেনে সাম্প্রদায়িক শক্তির সাথে সখ্যতা করছে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে অবশ্যই এই অসাম্প্রদায়িক শক্তির পক্ষ নিয়ে স্বাধীনতার চেতনায় দাঁড়াতে হবে এবং অবিলম্বে আওয়ামীলীগ ঘোষিত সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
আজকের মানববন্ধন কর্মসূচিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, নারী নেতৃত্বসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শতাধিক লোক স্বতঃস্ফূতভাবে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *